২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে যুবদল নেতা রাসেল মামুনসহ ৪ জন গ্রেফতার
  • Updated Oct 28 2023
  • / 442 Read



প্রতিবাদে ফেনী শহরে তাৎক্ষণিক বিক্ষোভ


নিজস্ব প্রতিনিধি:
ঢাকায় বিএনপির ডাকা মহাসমাবেশে যাওয়ার পথে ফেনীর বিসিক এলাকায় যুবদলের চার নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে আটকের পর ফেনীতে পুলিশ-বিএনপির সংঘর্ষের একটি মামলায় শুক্রবার তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।   
গ্রেফতারকৃত নেতারা হলেন- জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, ফেনী সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান মামুন, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মুন্সী এনামুল হক কামরুল এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইস্রাফিল।


ফেনী জেলা বিএনপি নেতাদের দাবি, বৃহস্পতিবার বিকেল যুবদলের নেতারা বাসে করে রাজধানীতে মহাসমাবেশে যোগদিতে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। 
ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সরকার পতনের একদফা দাবি আদায়ের আন্দোলনে যোগ দিতে নেতাকর্মীরা উদগ্রীব হয়ে আছেন। কিন্তু এভাবে যাত্রাপথে নেতাকর্মীদের আটক করা ভালো কিছুর লক্ষণ নয়। এগুলোর নিন্দা জানানোর ভাষা নেই। নিরপরাধ এসব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।  


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম চৌধুরী জানান, ফেনীতে পুলিশ-বিএনপির সংঘর্ষের একটি মামলায় আটককৃত ৪ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
এদিকে যুবদল নেতাদের আটকের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ফেনী শহরে শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দিয়ে তারা গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দাবি করেন।

Tags :

Share News

Copy Link

Comments *