ফেনীতে উপজেলা দিবসে জাতীয় পার্টির র্যালি
- Updated Oct 24 2023
- / 442 Read
স্টার লাইন ডেস্ক;
উপজেলা দিবস উপলক্ষে ফেনীতে জাতীয় পার্টির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের মডেল থানা সংলগ্ন জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়ার র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ফেনী জেলার সহ-সভাপতি শাহরিয়ার ইকবাল। জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল গনি পলাশ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক আবুল মনসুর নয়ন, জেলা জাতীয় পার্টির সদস্য মুক্তার হোসেন মজুমদার, জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলন, জিএমহাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিলন, জাতীয় যুব সংহতির সদর উপজেলার সাবেক সভাপতি ওমর ফারুক ইসলাম খোকন, পরশুরাম উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি জসিম উদ্দিন, সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেনী পৌর সাবেক সভাপতি ইকবাল হোসেন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ও শাহিন, সোনাগাজী উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক আহবায়ক নুরুল আমিন মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রানা মিয়াজি, দাগনভূঞা উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সজিব প্রমুখ।
সভায় জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন, মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত