ফেনী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায়
- Updated Oct 24 2023
- / 471 Read
নিজাম হাজারীকে পুণ: নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত
নিজস্ব প্রতিবেদক:
ফেনী জেলা স্বেচ্ছাসেবক লীগের নবঘোষিত আহ্বায়ক কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে ফেনী পৌরসভাস্থ লিবার্টি সুপার মার্কেটে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায়, সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শম্ভু বৈষ্ণব সুজন।
সদ্য যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন'র সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে নিজাম উদ্দিন হাজারী এমপিকে পুণরায় সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিটকে নির্বাচনের আগে ঢেলে সাজাতে হবে। নিষ্ক্রিয় কমিটি গুলোকে সক্রিয় করে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে হবে। বক্তারা আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে নিজাম হাজারীর পক্ষে তথা নৌকা মার্কার সমথনে অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করতে হবে। ইতিমধ্যে জেলা সেচ্ছাসেবক লীগের একটি সুন্দর কমিটি দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সাথে আগামী জাতীয় নির্বাচনে দলকে সুসংগঠিত করে নিজাম উদ্দিন হাজারীকে বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হানিফ কিরন, ফরিদ উদ্দিন পাটোয়ারী, সদস্য সাংবাদিক জসিম মাহমুদ, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মন্নান, ফেনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো: শাহআলম প্রমূখ।
এছাড়াও ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর উপজেলা ও ফেনী পৌর কমিটির নেতৃবৃন্দ তাদের স্ব স্ব ইউনিটের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন।