২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ছাগলনাইয়ায় সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ কলেজ ছাত্র ৫ দিন পর মারা গেছে
  • Updated Oct 23 2023
  • / 491 Read

 

ছাগলনাইয়া প্রতিনিধি;
ছাগলনাইয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কলেজ ছাত্র ৫ দিন পর মারা গেছে। তার নাম  কাজী সরওয়ার উদ্দিন (১৮)। সে  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের কাজী জয়নাল আবেদিন ভুট্রো খোনারের ছেলে। গতকাল রোববার দুপুর সোয়া দুইটায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 


স্থানীয় শুভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন জানায়, গত ১৮অক্টোবর সরোয়ার শুভপুর বাজারের একটি চা দোকানে বসা ছিল। এ সময় বাইরে একজন অকটেন বিক্রি করছিলেন। এক পর্ষায়ে হঠাৎ চা দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে কাজী সরওয়ার আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই দিনই তাকে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর  গতকাল রোববার দুপুরে মারা গেছে। তিনি জানান, কাজী সরওয়ার উদ্দিন ছাগলনাইয়ায় মৌলভী সামছুল করিম কলেজের ২য় বর্ষের ছাত্র ছিল।


ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, তিনিও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) আবুল হোসেনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজন কলেজ শিক্ষার্থী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছেন।

Tags :

Share News

Copy Link

Comments *