ছাগলনাইয়ার পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
- Updated Oct 23 2023
- / 452 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার রবিবার ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন।
এসময় জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানায়। মাদকমুক্ত ও উদার পরিবেশে এবং কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে পূজা উদযাপনে সার্বিক সহায়তার জন্য ছাগলনাইয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন। জেলা প্রশাসকও এ সময় তাদেরকে এবং ছাগলনাইয়া সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, পৌর মেয়র এম. মোস্তফাসহ আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। এসময় ছাগলনাইয়া পূজা উদযাপন পরিষদকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত