ফেনী লায়ন্স ফ্যামিলির উদ্যোগে মন্দিরে খাদ্য বিতরণ
- Updated Oct 23 2023
- / 544 Read
স্টার লাইন ডেস্ক;
ফেনী লায়ন্স ফ্যামিলির আওতাধীন ৪ টি ক্লাব লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী, ফেনী সিটি, ফেনী সেন্ট্রাল, ফেনী অর্কিডের উদ্যোগে ফেনী ট্রাংক রোডে অবস্থিত শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দিরে খাদ্য, কাপড় ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরীর অর্থায়নে লায়ন মোর্শেদ হোসেন’র সঞ্চালনায় ও লায়ন ওমর ফারুক মজুমদারে সভাপতিত্বে অনুষ্ঠিনে বিশেষ অতিথি ছিলেন, লায়ন জেলা ৩১৫ বি ২ এর ভাইস জেলা গভর্নর লায়ন শাহাদাত হোসেন, রিজোন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন জাফর ইকবাল, রিজোন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া।
সম্মানিত অতিথি ছিলেন রিজোন চেয়ারপার্সন লায়ন নেয়ামত উল্লাহ বাবু, লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, মন্দির কমিটির সেক্রেটারি তপন দাশ।উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি লায়ন আবু তাহের ভূঁইয়া, লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, সিটি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, সেন্ট্রাল ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ফারুক আহমাদ, সেক্রেটারি লায়ন মহসিন আলী, ট্রেজারার আনিসুল হক দিদার, জয়েন্ট ট্রেজারার সৈয়দ রইসুল ইসলাম রিমন, টেমার আতিয়ার হাওলাদার সজল, সদস্য লায়ন আনোয়ার হোসেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত