০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি’র প্রতিষ্ঠাবার্ষিকী
  • Updated Oct 23 2023
  • / 460 Read

 

ইতালি প্রতিনিধি:
ইতালিতে বসবাসরত বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ভেনিস মেস্ত্রে'র বাংলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন।


সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল’র সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন’র মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, সহ সভাপতি সোহানুর রহমান উজ্জল, শাইখ আহমেদ, অর্থ সম্পাদক জুম্মন অনিক, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা জামান, খোকন মাঝি প্রমুখ।


উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ই অক্টোবর ইউরোপে প্রথম কোন সাংবাদিক সংগঠন ব্যালটের মাধ্যমে সদস্যরা ভোট প্রদান করে সভাপতি ও সাধারণ সম্পাদক  নির্বাচিত করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে  ভেনিস কমিউনিটির বিশিষ্টজন ও সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক ও কমিউনিটি লিডারদের নিয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 

 

Tags :

Share News

Copy Link

Comments *