লন্ডনে সংবর্ধিত দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন
- Updated Sep 30 2023
- / 168 Read
মোহাম্মদ গিয়াস উদ্দিন, লন্ডন থেকে:
লন্ডনে সংবর্ধিত হয়েছেন স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ইস্ট লন্ডনের বার্কিং রোডের একটি রেস্তোরায় এই সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে ফেনী কমিউনিটি ইউকে নামের একটি সংগঠন।
লন্ডন বাংলাদেশ কমিউনিটির সদস্য মোহাম্মদ মাঈন উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনায় উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপের পরিচালক সাঈদুল হক মিন্টু, লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ আশ্রাফ উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক, জি এন ফাউন্ডেশন ইউকের সভাপতি মনসুর আহমেদ মুনু, রামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক ইউনুস পাঠান বুলু, কমিউনিটি ব্যক্তিত্ব রাব্বির হোসেন ও নুরুল আফসার হিরন।
ইউকে কমিউনিটির সদস্য জাহাঙ্গীর আলম মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউকের বাংলাদেশ কমিউনিটির সদস্য আযাদ হোসেন, নাজমুল আহসান খসরু, আবু নাসের মোহাম্মদ মুজাহিদ, কাজী বাহার, নজরুল ইসলাম আজাদ, আতাউর রাহমান জাহিদ, অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক ও এনটিভি ইউরোপের লন্ডন করস্পোন্ডেন্ট মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি জামাল উদ্দিন বলেন, লন্ডনে ফেনীর কি পরিমাণ রেমিটেন্স যোদ্ধা রয়েছেন। সেটি আমি এ অনুষ্ঠানে যোগ না দিলে জানতে পারতাম না। যে যেখানেই থাকুন। দেশপ্রেম ধারণ করে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাস্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আন্তরিক ভাবে কাজ করুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্টার লাইন গ্রুপ স্থানীয় পর্যায়ে শিল্পকারখানা গড়ে তোলে ফেনীর হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছে। এ প্রতিষ্ঠানটি ফেনীর মানুষের জন্য আর্শির্বাদ। শুধু বাংলাদেশ নয়; পৃথিবীর বিভিন্ন দেশে আজ স্টার লাইনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এটি যখনই দেখি, তখনই মায়ায় বুকটা ভরে ওঠে। এটি আমার জেলায় উৎপাদিত পণ্য; এটি আমাদের পণ্য। আগামীতে স্টার লাইন গ্রুপ দেশ বিদেশের সবার সহযোগিতায় আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন আগত অতিথি ও আয়োজকরা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত