ইতালিয়ান স্কুলের ম্যানেজিং কমিটিতে দুই বাংলাদেশী
- Updated Dec 02 2023
- / 507 Read
ইতালি প্রতিনিধি:
ইতালির ভেনিস শহরে গত রবিবার এবং সোমবার ৪ টি ইতালিয়ান স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই জন বাংলাদেশী অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়ে নির্বাচিত হন।
ভোট চলাকালীন সময়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পরিষদের নির্বাচনে অভিভাবকরা উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। নির্বাচনে দুই বাংলাদেশী প্রার্থী হওয়ায় ভোট কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে উৎসবের আমেজ। বাংলাদেশী ভোটাররা তাদের পছন্দের প্রার্থী কে জয়ী করতে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছে। ভোট শুরুর প্রথম দিকে দুই প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ ভেনিস মেস্ত্রে মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। গত মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন নির্বাচিত হন। এতে বাংলাদেশী প্রার্থী শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন। এই বিজয়ে খুশি ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।
এদিকে বিজয়ী দুই প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ। সন্ধ্যায় স্কুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দুই প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করানো হয়। সে সময় স্কুল কতৃপক্ষ ছাড়াও দুই প্রার্থীর পরিবারের লোকজন, কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের এই বিজয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই জনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত