০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
সোনাগাজীতে দূর্গাপূজায় পুনাক’র উপহার
  • Updated Oct 23 2023
  • / 492 Read


সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ফেনী জেলা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) আয়োজনে তিন শতাধিক হিন্দু পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ রবিবার সকালে চরচান্দিয়া আজিজুল হক মায়মুনআরা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।


সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পুনাক সভানেত্রী নুসরাত রহমান।  
স্বেচ্ছাসেবী সংগঠন সহায়'র সভাপতি মনজিলা মিমির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (সার্কেল) তাসলিম হোসাইন, অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের ধহধর্মিনী উম্মে হাকিবা উর্মি, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন। 


এসময় তিন শতাধিক দরিদ্র হিন্দু পরিবারের ছোট বাচ্ছাদের কে নতুন জামা, মহিলাদের শাড়ী ও পুরুষদের লুঙ্গিপ্রদান করা হয়। অনুষ্ঠানে হিন্দু ব্যাক্তিবর্গ, পুলিশ সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *