ফেনীর প্রত্যয়-এ কর্মরত সাংবাদকর্মীদের দিনব্যাপি প্রশিক্ষণ
- Updated Oct 22 2023
- / 428 Read
সংবাদ বিজ্ঞপ্তি:
দক্ষ ও পরিপূর্ণ সাংবাদকর্মী তৈরির লক্ষ্যে ফেনীর প্রত্যয় এ কর্মরত সংবাদকর্মীদের দিনব্যাপি 'সাংবাদিকতার বুনিয়াদি ও মোজো প্রশিক্ষণ' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনাতয়নে প্রধান অতিথি থেকে প্রশিক্ষনের ১ম অধিবেশন উদ্বোধন করেন দৈনিক ফেনীর সময়’র সম্পাদক শাহাদাত হোসেন।
ফেনীর প্রত্যয়'র সম্পাদক সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ'র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা।
প্রথম অধিবেশনে প্রশিক্ষণ দেন, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও দৈনিক মানবজমিন'র ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম।
সংবাদ কি, কোনটি সংবাদ নয়, সাদমাটা সংবাদ, অনুসন্ধান, সংবাদের গুরুত্ব, সাংবাদিকদের গুণাবলীসহ এরকম বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন সাংবাদিক শওকত মাহমুদ।
মোবাইল সাংবাদিকতা, সংবাদ পরিবেশনের ধরন, সংবাদ উপস্থাপনাসহ ভিডিও ধারণ সম্পর্কে প্রশিক্ষণ দেন সাংবাদিক নাজমুল হক শামীম।
প্রশিক্ষনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া।
এ সময় ফেনীর প্রত্যয়'র নির্বাহী সম্পাদক জসিম ফরায়েজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক দুর্বার এর সহ-সম্পাদক শাহ আলম ভূঁইয়া, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, ৭১ টিভির জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু, দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার।
প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক শাহাদাত হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একজন সাংবাদিক ভুল করলে পুরো সাংবাদিক জাতির উপর প্রভাব পড়ে। তাই সকল সংবাদ কর্মীদের প্রশিক্ষণ নেওয়া জরুরী। এমন আয়োজন করায় ফেনীর প্রত্যয়কে ধন্যবাদ জানান তিনি।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবু তাহের ভূঁইয়া বলেন, বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে সঠিক তথ্য যাচাই-বাছাই করে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করতে হবে। গুজবে কান দিয়ে সংবাদ পরিবেশন করা যাবে না। এক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বন করা জরুরী। ফেনীর প্রত্যয়ের মত সকল পত্রিকা কর্তৃপক্ষকে এমন প্রশিক্ষণের আয়োজন করারও আহ্বান জানান তিনি। শেষে প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন প্রশিক্ষক ও অতিথিবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত