ঘোপালে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুফলভোগীদের মতবিনিময় সভা
- Updated Oct 22 2023
- / 446 Read
‘ভবিষ্যতে অন্য কেউ ক্ষমতা
এলে ভাতা বন্ধ করে দিবে’
-শিরীন আখতার এমপি
নিজস্ব প্রতিনিধি:
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, আপনারা যদি সামনের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আপনাদের ভাতা নিয়মিত চালু থাকবে, আর যদি না করেন তাহলে ভবিষ্যতে অন্য কেউ ক্ষমতা এলে এই ভাতা বন্ধ করে দিবে।
তিনি বলেছেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে আগামীতে এ ভাতা আরও বৃদ্ধি করা হবে। দেশের সকল ক্ষেত্রেই উন্নয়নের জন্য শেখ হাসিনারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
গতকাল শনিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফলভোগীদের সঙ্গে এমপি শিরিনের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, ঘোপাল ইউনিয়ন জাসদের সভাপতি আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মহামায়া ইউনিয়ন সভাপতি আবুল বাশার ও সম্পাদক কাজী সাইফুল।
অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ঘোপাল ইউনিয়নসহ আশপাশের এলাকার সুফলভোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশু উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত প্রকল্পের মাধ্যমে ঘোপাল ইউনিয়নের প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত