ফেনী-সোনাগাজী সড়কের কলঘর এলাকায় সিএনজির সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত
- Updated Oct 22 2023
- / 450 Read
সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের কলঘর এলাকায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল বশর (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সোনাগাজী-ফেনী সড়কের কলঘর এলাকায় এ সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত বশর সোনাগাজী উপজেলার দারোগার হাট আল জামেয়াতুদ দ্বীনিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক ও মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাযোগে আবুল বশর ফেনী থেকে সোনাগাজী আসার পথে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের কলঘর এলাকায় পৌঁছলে দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় দুই চালকসহ আরও চারজন আহত হন। আহতদের নাম জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা দু’টি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত