ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ছাগলনাইয়ায় বিক্ষোভ
- Updated Oct 21 2023
- / 449 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে দেখা গেছে। গতকাল শুক্রবারের এ সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে পৌর শহরের জিরো পয়েন্ট থেকে ছাগলনাইয়া ঈমান আমল সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে ও ইসমাইল মুন্সি তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সিনিয়র মুফতি মাওলানা শোয়াইব, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় মজলিস সূরার সদস্য মাওলানা আনোয়ার উল্লাহ ভূঁইয়া, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল টুমচরী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আতা উল্লাহ সিফাত, নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ, দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা এবিএম নিজাম উদ্দিন, নতুন করৈয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুন নবী প্রমূখ।
ফিলিস্তিনের পক্ষে যদি যুদ্ধ করার কোন সুযোগ থাকে তাহলে সরকার যেন তাদেরকে সেই সুযোগ দেন, এটি সরকারের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত ভাবে প্রকাশ করার বক্তব্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত