০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
সোনাগাজীর পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
  • Updated Oct 21 2023
  • / 493 Read

 

সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীতে পূজা শুরু হওয়ার আগ মুহুর্তে মন্ডপের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। 
বৃহস্পতিবার রাতে প্রথমে মঙ্গলকান্দি আনন্দপুর মন্ডপ পরিদর্শন করেন, পরে আরো কয়েকটি মন্ডপ ঘুরে দেখেন তিনি। এসময় পূজা কমিটি ও স্থানীয় গন্যমান্য লোকজনদের সাথে শারদীয় দূর্গাপূর্জা উপলক্ষে বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা ও মতবিনিময় করেন। এছাড়া পূজা মন্ডপ এলাকার নাইট গার্ড, গ্রাম পুলিশদের সর্তকতামূলক নিদের্শনা প্রদান করেন।


পরিদর্শন কালে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম, পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলসহ পুলিশ, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম বলেন, শারদীয় দূর্গাৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সোনাগাজী মডেল থানার পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে।পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় কাজ করছি আমরা।

Tags :

Share News

Copy Link

Comments *