ফেনীতে শেখ রাসেল দিবস’র আলোচনায় স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই -নিজাম উদ্দিন হাজারী এমপি
- Updated Oct 19 2023
- / 433 Read
স্টাফ রিপোর্টার;
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় ফেনীতেও জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট কালো রাতে গণহত্যা চালনোর মধ্য দিয়ে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারকে। এ দেশের মানুষ কত বেইমান, যে মানুষটি দেশ স্বাধীন করতে তার জীবন যৌবনের কথা চিন্তা না করে মানুষের জন্য চিন্তা করতেন। সে মানুষটিকে ও তার পরিবারকে নৃশংস ভাবে হত্যা করা হয়।
কিন্তু তার দুটি সুযোগ্য কন্যা দেশের বাহিরে থাকায় শেখ হাসিনা ও শেখ রেয়ানা বেঁচে যান। এখনো হত্যা করতে ষড়যন্ত্র কারীরা ষড়যন্ত্র করছে। তাই সকলেই সতর্ক থাকতে হবে।
এমপি নিজাম উদ্দিন হাজারী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হন। এরপর ২০০৮ সাল হতে ১৪ বছর ক্ষমতা থেকে দেশের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি ২০৪১ সালের আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার পাশে থাকুন।
গতকাল বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন।
এর আগে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচি আয়োজন করেছে জেলা প্রশাসন এবং সার্বিক সহযোগিতা করেন ফেনী পৌরসভা।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপ-পরিচালক গোলাম মো: বাতেন, সিভিল সার্জন ডা. সিহাব উদ্দিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার পূদম পুষ্প চাকমা ও জেলা কালচারাল কর্মকর্তা এসএমটি কামরান হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অভিষেক দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উদ্বোধন করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে ৬টি ইভেন্টে ৩৭জন প্রতিযোগিকে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও অতিথিবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত