০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
আন্তঃজেলা সিএনজি চোর চক্র ৭ জন গ্রেফতার ২ জনের স্বীকারোক্তি
  • Updated Oct 18 2023
  • / 452 Read

সোনাগাজী প্রতিনিধি: 
আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৭জন সক্রিয় সদস্য কে গ্রেফতারেরর পর আদালতে প্রেরণ করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। এদের মধ্যে ২চোর নিজেদের চুরির কৌশল বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


মামলার তদন্তকারী অফিসার ও গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া উপপরিদর্শক মাহবুব আলম সরকার দৈনিক স্টারলাইন প্রতিনিধি কে জানান, একটি সিএনজি চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান মিলে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনী কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৭জন কে গ্রেফতারের পর তাদের একজন  ইসমাইল হোসেন খোকন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অপরাজিতা দাশের আদালতে এবং অপর একজন আলমগীর হোসেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনির আদালালতে চুরির দায় স্বীকার করে এবং ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি প্রদান করেন। 


গ্রেফতারের পর জেল হাজতে থাকা চক্রের অপর ৫সদস্য হলেন, আবু সায়েদ (৩০) রিয়াদুল ইসলাম রাজিব (৩৮) মোঃ সুমন মিয়া (৩১) নুরুন নবী (৩৫) মোঃ শরিফ প্রকাশ কানা শরিফ (৪২)। 
পুলিশ জানায় এরা প্রত্যেকে সিএনজি চোরচক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক সিএনজি চুরির মামলা সহ আদালতের পরোয়ানা রয়েছে।  
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৭জনের মধ্যে ২জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। চুরি হওয়া সিএনজি ও অটোরিক্সা উদ্ধারে চেষ্টা চলছে।

Tags :

Share News

Copy Link

Comments *