মাদক মামলায় জামিনে এসে ফের ইয়াবাসহ গ্রেফতার
- Updated Oct 17 2023
- / 516 Read
ছাগলনাইয়া পুলিশের অভিযান
নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে মাদকের মামলায় আদালত থেকে জামিনে বের হওয়ার ১৫ দিনের মাথায় ফের ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন হাসান মিয়া (২৯) নামে এক যুবক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাতে ছাগলনাইয়া পৌর এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাঁশপাড়া এলাকায় থেকে ৫৫ পিস ইয়াবাসহ হাসানকে গ্রেফতার করা হয়েছে।
তিনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের তিতা কাজী খালের পাড় নতুন বাড়ির মোস্তফা মিয়ার ছেলে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, গ্রেফতার হাসানের বিরুদ্ধে মাদক ও চুরির ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি ১০/১৫ দিন আগে মাদকের মামলায় আদালত থেকে জামিনে বের হয়েছেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত