ছাগলনাইয়ায় সরকারের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায়
- Updated Oct 15 2023
- / 527 Read
প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সুফল মানুষ ভোগ করছে
-সোহেল চৌধুরী
ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেছেন, মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করছে। ফলে মানুষের প্রয়োজন নিশ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সুফল দেশের সকল মানুষ ভোগ করছে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে ভিজিডি, ভিজিএফ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়লেখায় অন্তত ৭০ হাজার মানুষকে নিরবচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
সোহেল চৌধুরী শনিবার ছাগলনাইয়ায় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান আরও বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধেও বিএনপি-জামায়াতের কোনো অবদান ছিল না বরং তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা রাজাকার ছিল, আলবদর ছিল। পাকিস্তানিদের পক্ষ নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আমাদের মা-বোনকে ধর্ষণ করেছে। মুক্তিযোদ্ধাদের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে চারখার করেছে।
পাঠাননগর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি এয়ার আহাম্মদ ভুঁইয়া সভাপতি পাঠাননগর ইউনিয়ন আওয়ামী লীগ, আবদুল হাই ভুঁইয়া সাধারন সম্পাদক ছাগলনাইয়া উপজেলা কৃষক লীগ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল হল রবিসহ পাঠাননগর ইউনিয়নের সকল জন প্রতিনিধি, সরকারের উপকারভোগী, সকল নারী পুরুষ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, সকল সাংবাদিকসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত