দূর্যোগ প্রশমন দিবসের জাতীয় সম্মাননা পেলেন সোনাগাজীর আমজাদ
- Updated Oct 15 2023
- / 501 Read
সোনাগাজী প্রতিনিধি:
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা পেয়েছেন সোনাগাজীর আমজাদ হোসেন নাহিদ।
গত শুক্রবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপির হাত থেকে মেডেল ও সনদপত্র গ্রহন করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম ও সদস্য ফেনী-৩ আসনের সাংসদ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো.এনামুর রহমান বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় যুগোপযোগী ও সমন্বিত দুর্যোগঝুঁকি হ্রাস ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের সম্মাননা পেয়ে আমজাদ হোসেন নাহিদ বলেন, সোনাগাজী উপজেলা একটি উপকূলীয় এলাকা, এখানে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সিপিপি কর্মিদের, আমরা ও নানা ঝুঁকি মোকাবেলা করেই দায়িত্ব পালন করছি, আজকে এই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত, আমি সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য আমজাদ হোসেন নাহিদ পেশায় একজন শিক্ষক ও সংবাদকর্মী, তিনি সোনাগাজী ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতার পাশাপাশি দৈনিক প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন, এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।