২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
তামাকমুক্ত দিবসে ফেনীতে সংবাদ সম্মেলন
  • Updated Oct 15 2023
  • / 462 Read

 

স্টাফ রিপোর্টার;
সারা দেশের ন্যায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে জীবন ও পরিবারের জন্য তামাক কোম্পানি আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ফেনীতে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। 
গতকাল শনিবার বিকালে বাংলাদেশ সোসাইটি অব রেনেসাঁর সহযোগিতায় শহরের বড় মসজিদ সংলগ্নে সবুজ বাংলা অফিসের মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোট ফেনী জেলার সমন্বয়ক মো: জয়নাল আবেদিন রাসেল’র সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


তিনি লিখিত বক্তব্যে বলেছেন, সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানীগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষায় এই মহৎ উদ্যোগকে ব্যাহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।
এ অপচেষ্টার মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজকে ধূমপানের দিকে আকৃষ্ট করা। তরুণদের ভবিষ্যত অনিশ্চিয়তার দিকে ধাবিত করা। সকলে সম্মিলিত ভাবে কাজ করলে আমরা সমাজকে তামাকমুক্ত করতে সক্ষম হবে। 


এছাড়াও  তামাক কোম্পানিরা আইনভঙ্গ করে বিজ্ঞাপন করার পাশাপাশি, প্রণোদনা, রেস্টুরেন্টে ধূমপান স্থান তৈরী, বিশ্ববিদ্যালয়ে দূত নিয়োগ করছে।  সন্তানকে ধূমপায়ী বানিয়ে বানিজ্য করাই তাদের উদ্দেশ্য। দেশে ব্যবসা করা দুটি বিদেশী সিগারেট কোম্পানী এই বেআইনী কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছে। 
এ ব্যাপারে সরকারের প্রতি বিশেষ অনুরোধ করে মাঠে নিয়মিত অভিযান চালাতে ও আইন লঙ্ঘনের দায়ে তামাক বিক্রিতা বা প্রতিনিধিকে শাস্তিসহ   ৮টি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে তাহলে দেশ তামাকমুক্ত থাকবে। 
সাংবাদিক সম্মেলনে ফেনীর দৈনিক নয়া পয়গাম পত্রিকার সম্পাদক এনামুল হক, দৈনিক অজেয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়াসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *