আল মানার একাডেমীতে সীরাতুন্নবী (স:) মাহফিল
- Updated Oct 15 2023
- / 453 Read
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীর মনগাজী আল-মানার একেডেমীর আয়োজনে মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষ্যে সীরাতুন্নবী (স:) মাহফিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার সকালে একাডেমী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
একাডেমীর পরিচালনা পর্যদের সভাপতি আবদুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাহার উদ্দিন ভূঁঞা।
একাডেমী পরিচালনা কমিটির সদস্য ও ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র ভিপি এন্ড শাখা ইনচার্জ বাহা উদ্দিন মামুনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে নবীর (স:) সীরাত বর্ণনা করেন, সোনাগাজী ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুল কাশেম, ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার সুপার মাওলানা নুরুন নবী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও উপমা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক রহিম উল্লাহ চৌধুরী, মাওলানা এ.এস.এম জিয়াউল হক, পূর্বতুলাতলী কবি নজরুল সপ্রাবি'র প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ইসলামি ব্যাংকের ক্যাশ অফিসার আবু ইউসুফ।
একাডেমী পরিচালনা পর্যদের সদস্য আবদুল মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ, সহকারি প্রধান শিক্ষক আবদুর রহিম সুমন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় ছাত্র ছাত্রী অভিবাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত