২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
স্টার লাইন গ্রুপ’র মাঈন উদ্দিন  ক্রীড়াঙ্গনে উৎসাহ দিতে বরাবরে এগিয়ে
  • Updated Oct 15 2023
  • / 780 Read

 

জুবাইর আল মুজাহিদ;
আন্তার্জাতিক ক্রীড়াঙ্গনে শীর্ষে থাকা ফুটবল ও ক্রিকেটে ক্রীড়ামোদিদের উচ্ছ্বাস যে কোনো সময় এগিয়ে থাকে। বাংলাদেশ ফুটবল টিম এখনো পর্যন্ত বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান সুসংহত করতে পারেনি। তবে আমাদের দেশে ফুটবলপ্রেমীদের উম্মাদনা যে কোনো দেশের তুলনায় অনেক বেশি দেখা যায়।  ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময় এদেশে হাজার হাজার বিদেশী পতাকা উড়তে দেখা যায় সবখানে। চা দোকান থেকে শুরু করে মানুষের বাড়ির ছাদ, রাস্তার মোড়, ফুটপাত, সব জায়গায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানী, ফ্রান্স, স্পেন ইতালীসহ বিভিন্ন দেশের পতাকা শোভা পায়। শুধু তাই নয় অনেক ১০-১২ কিলোমিটারের সমর্থক দেশের পতাকা বানিয়ে ভাইরাল হতে দেখা যায়। নিজের জায়গা জমি বিক্রি করে সমর্থক দেশের পতাকা বানিয়ে নজর কাড়েন অনেকে। এছাড়াও বড় বড় বিল্ডিং ও টিন শেড বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সমর্থক দেশের পতাকার আদলে ঘর বাড়ি সাজাতে দেখা যায়। 


বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে থাকে বাড়তি উচ্ছ্বাসের আবহ। সেই সাথে প্রকাশিত হয় বাঙ্গালীর হুজুগিয়ানা। ‘যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নেই’। পাড়া প্রতিবেশীও নয়, হাজার হাজার মাইল দূর দেশের সমর্থনের নামে বাহারী আয়োজন চলে দেশের আনাচেকানাচে।
এসব আয়োজনের ভিড়ে লাল সবুজের পতাকা থাকে অনুপস্থিত। যা দেশপ্রেমিক মানুষকে ব্যথিত করে।
তবে আর্ন্তাজাতিক ক্রিকেট বিশ্বে বাংলাদেশের লাল সবুজের পতাকা ও রয়েল বেঙ্গল টাইগারের আদলে সজ্জিত বাংলার দামাল ছেলেদের অবয়ব বিশ্ব ক্রিড়াঙ্গনে নতুন উম্মাদনা সৃষ্টি করেছে। ফুটবল প্রেমী বাংলাদেশীরা ঝুঁকে পড়েন ভিনদেশী ক্রিকেটের উপর। ক্রিকেটই হয়ে পড়ে আমাদের আশার বাতিঘর। বাঙালিরা স¦প্ন দেখে ক্রিকেটে আমরা বিশ্ব সেরা হবোই হবো। এই স্বপ্নের সারথী হয়ে আমরা পথ চলেছি একবুক আশা নিয়ে বিশ্ব ক্রিড়াঙ্গনে। 
বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবেসে দেশে বিদেশে ছড়িয়ে থাকা কোটি বাঙালি ক্রিকেট প্রেমীদের প্ররোচিত, প্রলোভিত ও উৎসাহিত করতে স্টার লাইন গ্রুপ বরাবরই একধাপ এগিয়ে রয়েছে।
আইসিসি ক্রিকেট-২০১৯ বিশ্বকাপ থেকে স্বনামধন্য স্টার লাইন গ্রুপ ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের উৎসাহ দিতে স্টার লাইন স্পেশাল পরিবহন’র গায়ে টাইগারদের ডোরাকাটা রঙে সাজিয়েছে তাদের বাস। এই অভিনব ধারনাটি আসে স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিনের মাথা থেকে। সে বার এই ধারণাটি ব্যাপক সাড়া জাগিয়েছিল। দেশে এবং বিদেশে অবস্থানরত ক্রিকেট প্রেমীদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিলো স্টার লাইন’র ডোরাকাটা বাসগুলো। এরই ধারাবাহিকতায় এবারও তিনি ‘লাল সবুজের পতাকা, টাইগারদের অনুপ্রেরণা’ শীর্ষক শিরোণামে জাতীয় পতাকা লাল সবুজের রঙে সাজিয়েছে  স্টার লাইন পরিবহনের বাস। লাল-সবুজের বর্ণিল সাজে পিচ ঢালা কালো রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বাসগুলো। স্টার লাইনের এসব বাস দেখে একটু অবাকতো হতেই হয়! কেননা, বিশ্ব ক্রিকেটের তারকা প্লেয়ার সাকিব-মোস্তাফিজেরা এই বুঝি বিশ্ব ক্রিকেট জয় করে লাল-সবুজের পাতাকা গায়ে জড়িয়ে তারই আদলে বাসে করে দাপিয়ে বেড়াচ্ছে! দেশের অন্য পরিবহন কোম্পানীগুলোর এমন উদ্যোগ না থাকায় প্রশংসার জোয়ারে ভাসছে স্টার লাইন বাস কোম্পানী। এই সুক্ষ্ম চিন্তাটি আসে স্টার লাইন গ্রুপ পরিচালক মাঈন উদ্দিনের মাথা থেকে। ক্রীড়াপ্রেমী মাঈন উদ্দিন ক্রীড়া নিয়েই বেশী ব্যাপৃত।
এছাড়াও চলতি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাঈন উদ্দিনের ধারণার আবহে নির্মিত হয়েছে ‘দেশ প্রেম’ নামে একটি শর্টফিল্ম। হাড়ভাঙা পরিশ্রমের মাঝেও রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা এ অভিনব গল্পের শর্টফিল্মে দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন। যা ইতোমধ্যে নেটপাড়ায় দারুণ হৈ চৈ ফেলে দিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়তে সক্ষম হন। শর্টফিল্মটিতে অভিনয় করেছেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।( https://fb.watch/nHdhJNamOk/ )


এছাড়াও গেলো ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে মাঈন উদ্দিনের গল্পে নির্মিত হয়েছে ‘পতাকা’ নামে একটি হৃদয়গ্রাহী কন্টেন্ট। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ( https://fb.watch/nHdlpeeL9l/ )
মাঈন উদ্দিন বলেন,  বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে। কিন্তু আমাদের অনেকেরই বাংলাদেশের পতাকা উড়াতে শরম লগে! আপনারা যদি গভীরভাবে লক্ষ্য করেন, যে ফুটবল বিশ্বকাপে আমরা অন্য দেশের জন্য পতাকা উড়িয়ে কোটি কোটি টাকা নষ্ট করে থাকি। সে সব দেশের মানুষেরা আমাদের মতো এতো আবেগ প্রবণ নয়। বিশ্বকাপ ক্রিকেটে বাংলদেশ টিম খেলছে। অথচ যাদের পতাকা আমরা উড়াই, সেসব দেশকে লাল সবুজের পতাকা উড়াতে দেখছি না। তাই আমাদেরকেই বাংলাদেশ ক্রিকেট দলকে বেশি বেশি উৎসাহ দিতে হবে। যুব সমাজকে এটা উপলদ্ধি করাতে হবে যে লাল সবুজই আমাদের অনুপ্রেরণা। 

Tags :

Share News

Copy Link

Comments *