২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়ে আনন্দে মাতোয়ারা দর্শকরা
  • Updated Jul 15 2023
  • / 192 Read

শেষ ওভারে নাটকীয়তার পর শরিফুল ইসলামের বাউন্ডারি, সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট আর এক বল হাতে রেখে রুদ্ধশ্বাস এক জয় বাংলাদেশের।

শনিবার রাতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপরই সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্যালারিভর্তি দর্শক উল্লাসে ফেটে পড়েন। ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পিত করে তোলেন স্টেডিয়াম ও তার আশপাশ।

‘খেলার শুরুর দিকে মনে হয়েছিলো বাংলাদেশ হেরে যাবে। কিন্তু তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারীর ব্যাটিং নৈপুণ্য দেখে মনে হলো ১০০০ টাকায় টিকিট ক্রয় করে স্বার্থক হয়েছে। অসাধারণ এক জয়ের সাক্ষী হলাম। তবে আমরা মাহমুদুল্লাহকে আবার টি-টোয়েন্টিতে দেখতে চাই।’

শনিবার টাইগার বাহিনীর বিজয় নিশ্চিত হওয়ার পর তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম তেমন উদযাপন না করলেও গ্যালারিজুড়ে শুরু হয় বিজয়োল্লাস, দর্শকদের সেই উচ্ছ্বাস উপভোগ করেছেন ক্রিকেটাররা।

চাঁদপুর থেকে সিলেটে আফগানিস্তান-বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি দেখতে আসা আশফাকুর রহমান নামের এক টাইগার সমর্থক বলেন, ‘আমরা তিন বন্ধু মিলে সকালে সিলেট আসি। আসার পর কাউন্টারে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট পাইনি। পরে নিরুপায় হয়ে ২০০ টাকার টিকিট বাইরে একজনের কাছ থেকে এক হাজার টাকায় ক্রয় করেছি।’

‘খেলার শুরুর দিকে মনে হয়েছিলো বাংলাদেশ হেরে যাবে। কিন্তু তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারীর ব্যাটিং নৈপুণ্য দেখে মনে হলো ১০০০ টাকায় টিকিট ক্রয় করে স্বার্থক হয়েছে। অসাধারণ এক জয়ের সাক্ষী হলাম। তবে আমরা মাহমুদুল্লাহকে আবার টি-টোয়েন্টিতে দেখতে চাই।’

Tags :

Share News

Copy Link

Comments *