২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে পরিবার পরিকল্পনা বিভাগের এডভোকেসি সভা অনুষ্ঠিত
  • Updated Oct 14 2023
  • / 457 Read


নিজস্ব প্রতিনিধি: 
ফেনীতে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেনী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন উপ-পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন।
ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী।

 
সভায় সভাপতি জানান, আগামী ১৪ থেকে ১৯ অক্টোবর সময়ে জেলা জুড়ে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইনজেকশন, খাবার বড়ি ও কনডম বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এসময়ে দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে সচেতন করে পদ্ধতি গ্রহনের হার বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, ফেনী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ জালাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নুর উল্লাহ কায়সার। 


সভায় সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পের পরিকল্পনা তুলে ধরেন সোনাগাজী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজ উল্লাহ, মেডিকেল অফিসার ডাক্তার ইয়াকুব নবী, দাগনভূঞাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারী, মেডিকেল অফিসার ডা, মঞ্জুর মোর্শেদ রিপন, পরশুরাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন, মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হুদা সেলিম, ফুলগাজী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম পাটোয়ারী।

Tags :

Share News

Copy Link

Comments *