২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির আন্দোলনকে জনগণ বিশ্বাস করে না -অ্যাডভোকেট হাফেজ আহমেদ পিপি
  • Updated Oct 14 2023
  • / 473 Read

স্টাফ রিপোর্টার: 
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ বলেছেন, দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি অযৌক্তিক আন্দোলন করছে। কিন্তু জনগণ তাদের আন্দোলনকে বিশ্বাস করে না। আন্দোলনের নামে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে তারা জনগণের কাছে ভুয়া হিসেবে পরিচিতি পাচ্ছে। জনগণ এখন সব বুঝে। কারণ গত ১৪ বছরে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল ও পদ্মা সেতুসহ নানা উন্নয়ন করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এসব উন্নয়ন দেখে জনগণ আবারও আওয়ামী লীগ সরকারকে চাচ্ছে। তাই আন্দোলনের নামে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধা দিতে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে আসছে। 


নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের ভুয়া আন্দোলন নস্যাৎ করে দিবো। বর্তমান সরকারের অধীনে নির্বাচন করা হবে। নির্বাচনে কোন দাঙ্গা চালাতে আসলে আমরা শক্ত হাতে তা প্রতিহত করবো। 
তিনি বৃহস্পতিবার ফেনী পৌরসভাস্থ লিবার্টি সুপার মার্কেটে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 
এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সকল শ্রমিকদের ধারে ধারে গিয়ে এমপি নিজাম উদ্দিন হাজারীর জন্যে ভোট চাইতে হবে। নৌকা মার্কা বিজয় হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। 


জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন’র সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ।  
জেলা শ্রমিক লীগের  সাধারণ সম্পাদক জালাল আহমেদ হাজারী ও ফেনী পৌর শ্রমিক লীগের সভাপতি শিমুল তালুকদার'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন,  সহ-সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ সদর উপজেলা শ্রমিক লীগের শামীম হায়দার প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল কাদের দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন বাবুল, পৌর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়েছে।

Tags :

Share News

Copy Link

Comments *