০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
সোনাগাজীতে হাজী রহিম উল্যাহর কর্মীসভা
  • Updated Oct 14 2023
  • / 458 Read

 

সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীর বিভিন্ন স্থানে কর্মীসভা মতবিনিময় ও উন্নয়নের প্রচারপত্র বিলি করেছেন সাবেক সাংসদ হাজী রহিম উল্লাহ। 


শুক্রবার সারাদিন সোনাপুর বাজার, আমির উদ্দিন মুন্সির হাঁট, কমান্ডার বাজার, ভোরবাজার ও মমতাজ মিয়ারবাজার, জমাদার বাজারে তিনি মতবিনিময়,  প্রচারপত্র বিলি ও কর্মীসভা করেন।


মতবিনিময় কালে হাজী রহিম উল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার কে পুনরায় ক্ষমতায় আনতে নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষ্যেই আমার প্রচার প্রচারনা চলছে। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো। এখানে মূলত আমার স্বার্থে নয় বরং দলের স্বার্থেই আমি কাজ করছি।

Tags :

Share News

Copy Link

Comments *