২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
‘আমেরিকার স্যাংশনে আমাদের কিছু যায় আসেনা’ -নিজাম উদ্দিন হাজারী এমপি
  • Updated Oct 12 2023
  • / 447 Read

নিজস্ব প্রতিনিধি: 
ফেনী-২ সদর আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘আমেরিকার স্যাংশনে আমাদের কিছু যায় আসেনা, এসব স্যাংশনের আমাদের কাছে দুই পয়সারও দাম নেই। এসব স্যাংশনে তারেক জিয়াদের সমস্যা হবে। তারা দেশের টাকা লুট করে বিদেশে সম্পত্তির পাহাড় করে রেখেছে। আপনাদের ও আমাদের মতো সাধারণ মানুষদের জন্য স্যাংশনে কিছু আসে যায় না।’
গতকাল বুধবার বিকেলে ফেনী জেলা পরিষদ মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এসব কথা বলেন।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘তারা এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকা স্যাংশন দিয়েছিল। পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেন আমেরিকার সরকার।’


তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী সদর উপজেলার ১০৮টি ওয়ার্ডে উঠান বৈঠক সফল করার লক্ষ্যে নারী নেত্রীদের নিয়ে আয়োজিত দুই দিন ব্যাপী কর্মশালার সমাপনী ও প্রতিনিধি সভার আয়োজন করে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ। 


ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, সহ সভাপতি আঞ্জুমান আরা গিয়াস খুকু ও শামীম আক্তার, মহিলা সম্পাদক সেলিনা আক্তার শেলি, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনা, ফেনী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোৎস্না আরা জুসি, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিনু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি।

Tags :

Share News

Copy Link

Comments *