২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে শিশু ও তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ
  • Updated Oct 11 2023
  • / 447 Read

 

নিজস্ব প্রতিনিধি;
ফেনীতে শিশু ও তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্মের তিন দিনব্যাপী প্রদর্শনীর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। 
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)র ন্যাশনাল ডেস্ক ইনচার্জ তানভীর আলাদিন, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।


সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চারুকারু স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুভাষ সূত্রধর ও চিত্রশিল্পী মো. কাওসার হোসেন। 
এসময় উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, নাট্যজন নাসির উদ্দিন সাইমুম, কবি মঞ্জুর তাজিম, কবি ইকবাল আলম, কবি বকুল আক্তার দরিয়া ও কবি সাবিহ্ মাহমুদ প্রমুখ। 
চিত্রশিল্পী মো. কাওসার হোসেন বলেন, ৭৮ জন শিশু ও তরুণ শিল্পীর আঁকা চিত্রকর্মের তিন দিনব্যাপী এ প্রদর্শনী ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অসংখ্য মানুষ এ প্রদর্শনী দেখতে এসেছে। তারাই চিত্রকর্ম গুলো দেখে প্রশংসা করেছে। আর পুরস্কার দেয়ার মাধ্যমে শিশুরা আরো বেশি উৎসাহিত হবে।  


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু ও তরুণ শিল্পী যারা অসাধারণ সুন্দর এই ছবিগুলো এঁকেছো, তোমাদের নিয়েইতো স্বপ্ন বুনছি আমরা স্মার্ট বাংলাদেশের। তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ কারিগর। অনুষ্ঠানে অতিথিরা শিল্পীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
ফেনী চারুকারু স্কুলের দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে জেলার ৭৮ জন শিশু ও তরুণ শিল্পীর আঁকা শতাধিক ছবি প্রদর্শনীতে স্থান করে নেয়।

Tags :

Share News

Copy Link

Comments *