ফেনীতে আ'লীগের নেত্রীদের কর্মশালা চলছে
- Updated Oct 11 2023
- / 469 Read
সদর প্রতিনিধি,
ফেনী সদর উপজেলার ১০৮টি ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক সফল করার লক্ষ্যে নারী নেত্রীদের ২ দিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ফেনী শহরের ড. সেলিম আল দীন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা।
ফেনী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমির সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি দেল আফরোজ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি'র নির্দেশনায় ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে ও ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় এই কর্মশালার অনুষ্ঠিত হচ্ছে।
আজ ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথির বক্তব্যদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত