প্রাণিসম্পদ দপ্তরের খামার সামগ্রী পেলেন ছাগলনাইয়ার জাহেদা
- Updated Oct 11 2023
- / 600 Read
নিজস্ব প্রতিনিধি;
ছাগলনাইয়ায় নারী উদ্যোক্তা অসহায় জাহেদা বেগম'কে খামার ব্যবস্থাপনা সামগ্রী দিলেন প্রাণিসম্পদ দপ্তর।
মঙ্গলবার সকালে পৌর শহরের প্রাণিসম্পদ কার্যালয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমানের দিক নির্দেশনায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ডেমো খামারী হিসেবে নারী উদ্যোক্তা অসহায় জাহেদা বেগম'র হাতে খামার ব্যবস্থাপনা সামগ্রী ১টি ট্রলি, ১টি প্লাস্টিকের বালতি, ১টি মিল্ক মিজারিং (২৫০ মিমি, ৫০০ মিমি, ১ লিটার), গামবুট ১ জোড়া, ১টি ডিজিটাল থার্মোমিটার, ১টি পোর্টেবল ডিজিটাল মিজারিং স্কেল, ১টি বেলচা, ১টি স্ট্র কাটার (বটি), ১টি হ্যান্ড পাম্প স্প্রেয়ার, ১টি মিল্ক স্ক্যান তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়া ডাঃ মোঃ হারুন অর রশীদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল জলিল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদ হাসান জনি, এলএফএ স্বপন রায় প্রমুখ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত