খালেদ জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- Updated Oct 10 2023
- / 155 Read
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ও মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে সামনে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার। যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, দাগনভূঁইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু তপন কর, জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, জেলা মৎসজিবী দলের সদস্য সচিব মিজানুর রহমান, জেলা তাঁতি দলের আহবায়ক সরওয়ার জাহান শ্রাবণ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম পাভেল। এছাড়াও কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি থাকায় তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসা নিতে পাঠাতে হবে। দেশে তাঁর চিকিৎসা হচ্ছে না বলে তারা অভিযোগ করেন। তাঁর মুক্তির দাবিও জানানো হয়। এ ছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের মুক্তির জানান তারা। এবং এক দফা আদায়ে না হওয়া পর্যন্ত দলটির কর্মসূচি অব্যাহত থাকবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত