জেলা আনাসার ও প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
- Updated Oct 10 2023
- / 159 Read
আনসারদের কষ্ট লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে -নিজাম উদ্দিন হাজারী এমপি
স্টাফ রিপোর্টার:
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে ও পরে আনসার বাহিনীর ভুমিকা ছিলো অসামান্য। এখন পর্যন্ত আনসার বাহিনীর সদস্যরা দেশের নানা দূর্যোগ ও সন্ত্রাস, নৈরাজ্য মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে দেশের অনেক আনসার জীবন দিয়েছেন, অনেকেই হতাহত হয়ে অমানবিক জীবনযাপন করছেন। কিন্তু দেশের সকল বাহিনীর উন্নয়ন হলেও নানা কারণে আনসার বাহিনীর সদস্যরা এখনো অবহেলিত রয়ে গেছে। তারা অভাবে অনটনে দিনাতিপাত করছেন। তাদের বেতন ও সুযোগ সুবিধা আরো বাড়ানোর দরকার। আমি আনসার বাহিনীর জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আনসারের ডিজির সাথে কথা বলবো।
নিজাম উদ্দিন হাজারী সোমবার দুপুরের দিকে ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক আবদুল আউয়াল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, ১৮ আনসার ব্যাটালিয়ান লক্ষ্মীপুর ও রামগঞ্জ'র পরিচালক রোকসানা বেগম, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল, নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মো: আনোয়ার হোসেন সরকার, কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট মো: সোহাগ পারভেজ, কুমিল্লা রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা সরকার।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, আনসার ভিডিপির ফেনী জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান।
অনুষ্ঠানে ১৭ জন আনসার সদস্যদের সাইকেল, ৩ জনকে সেলাইমেশিন এবং সকল সদস্যকে নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে বিছানার ছাদর উপহার দেয়া হয়েছে।
আনসার সম্মাননা পেলেন সাংবাদিক মামুন
স্টার লাইন ডেস্ক:
কোভিড-১৯ মহামারী, ঘূর্ণিঝড় মোকাবেলা ও ডেঙ্গু প্রতিরোধসহ জাতীয় দূর্যোগ মুহুর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলার বিভিন্ন কর্মকান্ডে পাশে থেকে সহযোগিতা করায় এবং সংবাদ প্রচার করায় সাংবাদিক আবদুল্লাহ আল মামুনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গতকাল সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজিত জেলা সমাবেশে মামুনকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাত থেকে তিনি তার সম্মাননা ক্রেস্টটি গ্রহন করেন। আবদুল্লাহ আল মামুন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত