লায়ন্স ক্লাব অব ফেনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- Updated Oct 08 2023
- / 159 Read
শহর প্রতিনিধি:
ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে বিভিন্ন রোগে আক্রান্ত ৪ শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে মেডিক্যাল সেবা দেয়া হয়েছে। শনিবার বিকালে এ সেবার আয়োজন করে লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস। ফেনী লিও ক্লাবের সহযোগিতায় অক্টোবর সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংগঠনগুলো।
ক্যাম্পে মেডিসিন, চক্ষু, দন্ত ও ডায়াবেটিস টেস্ট এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ সেবা গ্রহন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন হাজ্বী মোঃ শহিদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন এ্যড. এম. শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর চীফ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভূঁইয়া।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ফেনীর সদ্য প্রাক্তন সভাপতি ও অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান লায়ন এ কে এম রফিকুল হক নিপু, ভাইস প্রেসিডেন্ট লায়ন জাফর উল্ল্যাহ, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড এর সেক্রেটারী লায়ন তাহমিনা তোফা সীমা, লায়ন্স ক্লাব অব ফেনীর ট্রেজারার লায়ন ইঞ্জিঃ বেলায়েত হোসেন মামুন, লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট ট্রেজারার লায়ন আরিফুল হক ভূঁইয়া, সদস্য লায়ন আব্দুল কাদের সম্রাট, লায়ন খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য কাজী মাসুদ রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও মোহাম্মদ জহির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ, ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজ, ভাইস প্রেসিডেন্ট লিও ইঞ্জিঃ পংকজ শর্মা, ট্রেজারার লিও খায়রুজ জামান সহ লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত