২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
মেয়র স্বপন মিয়াজীর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে ফেনীতে মধ্যরাতে ক্রিকেট প্রেমিদের উচ্ছ্বাস
  • Updated Oct 08 2023
  • / 140 Read

 


শহর প্রতিনিধি: 
আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০২৩ এ বাংলাদেশ দলের শুভকামনায় ফেনীতে ক্রিকেট প্রেমিদের ব্যতিক্রমী র‌্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুরু হওয়া র‌্যালীতে বাংলাদেশের জার্সি গায়ে পড়ে অংশ নেন যুবক, বৃদ্ধ, শিক্ষার্থী, ক্রিড়ামোদিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভা যাত্রায় সানাইয়ের সুর আর ঢোল বাদ্যের আওয়াজে ক্রিকেট প্রেমিদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এসময় অংশ গ্রহনকারীরা বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় বিভিন্ন শ্লোগান দিতে থাকে। 


ফেনীতে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, ক্রিড়া ব্যক্তিত্ব ইমন উল হক, গণমাধ্যম কর্মী নজির আহম্মদ রতন, আতিয়ার সজল, আরিফুর রহমান, নাজমুল হক শামীম ও দিদারুল আলম প্রমুখ। 


র‌্যালীতে অংশ নেয়া ব্যক্তিরা বলছেন, ফুটবল বিশ^কাপে বাংলাদেশ নেই। তারপরও আমরা নানা উম্মাদনায় মেতে উঠি। কিন্তু ক্রিকেট বিশ^কাপে আমাদের দল অংশ নিচ্ছে। আমরা তাদের অনুপ্রেরণা দিতে কর্মসূচী চালিয়ে যাচ্ছি। তারা মাঠে খেলবে। আর আমরা অনুপ্রেরণা দিতে থাকবে। আশা করি এবার বিশ^কাপে বাংলাদেশ চমক দেখাবে। 
ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীর মানুষ খেলাকে ভালবাসে। বিশ্বকাপে বাংলাদেশকে শুভ কামনা জানাতে মধ্যরাতে ফেনীর ক্রীড়ামোদি মানুষজন একত্রিত হয়েছে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ ফেনীতে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। 

Tags :

Share News

Copy Link

Comments *