উকিলপাড়া থেকে ২ লক্ষাধিক টাকার ভেজাল প্রসাধনীসহ গ্রেফতার-১
- Updated Oct 07 2023
- / 142 Read
ঢাকা থেকে নকল কিউট, প্যারাসুট, কুমারীকা ও ডাবর আমলা তেল ক্রয় করে ফেনীতে দোকানে বিক্রি করতেন তিনি
নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে বিপুল পরিমান ভেজাল মিশ্রিত কিউট, প্যারাসুট, কুমারীকা ও ডাবর আমলা তেলসহ কাজী মোশাররফ হোসেন (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকার ডাক্তার আবুল কাশেমের বাড়ির একটি গোডাউন থেকে তাকে আটক করে বিভিন্ন প্রকারের ভেজাল প্রসাধনীগুলো উদ্ধার করা হয়। এঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত প্রসাধনীর আনুমানিক মূল্য ২ লক্ষ ১৪ হাজার ৪২৫ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত কাজী মোশাররফ হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা কাজী বাড়ির কাজী ইয়াকুবের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বিপুল পরিমান ভেজাল প্রসাধনীসহ এক যুবককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালিয়ে ৯ প্রকারের ভেজাল তেলসহ মোশাররফ হোসেনকে আটক করে। এঘটনায় শুক্রবার ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মোশাররফকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ জানান, উদ্ধারকৃত ভেজাল তেলের মাঝে ৯৬ বোতল কিউট কোকোনাট তেল, ৪৮০ বোতল কিউট স্টীকি তেল, ৭৯৫ বোতল প্যারাসুট তেল, ৩০ বোতল কুমারিকা তেল, ৮৮ বোতল ডাবর আমলা তেল রয়েছে। উদ্ধারকৃত সবগুলো তেলই নকল ও ভেজাল মিশ্রিত।
গ্রেফতারকৃত মোশাররফ জানিয়েছেন, তিনি এসব ভেজাল তেল রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ফেনীর বিভিন্ন দোকানে বিক্রি করার জন্য মজুদ করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত