২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে আন্ত:গার্লস ক্যাডেট কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • Updated Oct 07 2023
  • / 148 Read


নিজস্ব প্রতিবেদক: 
ফেনী গার্লস ক্যাডেট কলেজে আন্তঃগার্লস ক্যাডেট কলেজ ক্রীড়া (হ্যান্ডবল ও ভলিবল) ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষে ৪ অক্টোবর বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে ফেনী গার্লস ক্যাডেট কলেজে আয়োজিত সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মাইনুর রহমান এসইউপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক পিএসসি। 


ক্রিড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও রানার্সআপ হয় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এছাড়াও নৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং যুগ্মভাবে রানার্সআপ হয় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও জয়পুর হাট গার্লস ক্যাডেট কলেজ।

 
অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মো. মাইনুর রহমান বলেন, আজকের ক্যাডেটগন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে আগামী দিনে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করে সোনার বাংলা গঠনে যথাযথ ভূমিকা পালন করবে। আয়োজিত প্রতিযোগিতা ক্যাডেটবৃন্দের শারিরিক, মানসিক ও নেতৃত্বের গুনাবলী বিকাশে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। 

Tags :

Share News

Copy Link

Comments *