২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
বিরিঞ্চিতে আগুনে দগ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা
  • Updated Oct 07 2023
  • / 159 Read

 

নিজস্ব প্রতিনিধি: 
ফেনী শহরের মধ্যম বিরিঞ্চি এলাকার পচি ফকির বাড়িতে বসতঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ ১৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। 
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে দুই শিশুর বাবা সাহিদুল ইসলাম রনি  বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামীদের মধ্যে মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. জনি (২২), আবু আহম্মদের ছেলে আবদুল আজিজ (৪৫), বেগু ড্রাইভারের ছেলে আনোয়ার (৫২), ইলিয়াছ ড্রাইভারের ছেলে মো. বাদল (৪২), তার ভাই রমজান আলী (৩৮),  মিন্টু ড্রাইভারের ছেলে মো. দিদার (৩২), গফুর ড্রাইভারের ছেলে সাইফুল ইসলাম (৪২), শাহজাহান ড্রাইভারের ছেলে মো  রকি (২৮), হেঞ্চু মিয়ার ছেলে মো. মিয়া ড্রাইভার (৫২), মো. সবুজের ছেলে সজিব (২২), সোনামিয়ার ছেলে মো. মিয়া (৫২), শাহ আলম মেম্বারের মেয়ে মোকছেদা আক্তার সুমি (৩০) রয়েছে।


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। তবে পরিকল্পিত হত্যাকান্ড নাকি দুর্ঘটনা তা যাচাই করার জন্য পিবিআই’র একটি দল কাজ করছে। এছাড়া সিআইডি এবং পুলিশের বেশ কয়েকটি দল তদন্ত করছে। ঘটনাটিকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।


এর আগে পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার রাতে দূর্বৃত্তরা রনির বসতঘরে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়। এতে তার দুই শিশু ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩), রাহাদুল ইসলাম গোলাপ (৭) আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
সাহিদুল ইসলাম রনি জানান, কিছুদিন আগে তাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া হোনা মিঞা নামে এক ব্যক্তির মরদেহ দাফন করতে গেলে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই দফায় দফায় দেখে নেওয়ার হুমকি দেন তারা। এর জেরেই তারা এ অগ্নিকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন। 

Tags :

Share News

Copy Link

Comments *