০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
স্টার লাইন স্প্রাউট ইন্টাঃ স্কুলে অভিভাবক সমাবেশ
  • Updated Oct 04 2023
  • / 206 Read

 

শহর প্রতিনিধি;
ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপ’র ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।


এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল’র প্রিন্সপাল আব্দুল হালিম, স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল’র কো-অডিনেটর জান্নাতুল ফৌরদোস পপি, শিক্ষিকা সংযুক্তা বণিকসহ স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *