সোনাগাজীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
- Updated Oct 04 2023
- / 140 Read
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরেফিন রহমান নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সে উপজেলার বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র এবং স্থানীয় ওসমানিয়া আলিম মাদ্রাসার দাখিল নবম শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহ খানেক আগে আরেফিনের প্রচন্ড জ্বর হয়। চিকিৎসকের পরামর্শে ঔষধ খেয়েও জ্বর না কমায় এবং শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার ফেনীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি থাকা অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন ডাক্তার। চিকিৎসায় মোটামুটি সুস্থ্য হয়ে উঠেছিলো। কিন্তু গত সোমবার হঠাত তার শারীরীক অবস্থার অবনতি হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সেই জ্ঞান আর ফেরেনি। মৃত্যুর মুখে পতিত হয় মাদ্রাসা ছাত্র আরেফিন।
বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল হাসাপাতাল সূত্রের বরাত দিয়ে ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি এই প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ উৎপল দাশ জানান, ডেঙ্গু আক্রান্ত ছাত্রের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। রোগী কে সোনাগাজী হাসপাতালে আনা হয়নি। যার জন্য বিস্তারিত বলতে পারছিনা।
উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর সোনাগাজীতে এটি তৃতীয় মৃত্যুর ঘটনা। এর আগে সোনাগাজী পৌরসভার কর্মকর্তা মিজানুর রহমান এবং চরখোয়াজ গ্রামের তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী হাফসা ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত