২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রহায়ণ, ১৪৩১
নোয়াখালী থেকে ফেনীতে এসে যাত্রী  বেশে ছিনতাই চক্রের দু’সদস্য গ্রেফতার
  • Updated Oct 03 2023
  • / 186 Read


জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

শহর প্রতিনিধি;
ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত আবদুল শহিদের ছেলে আবদুল খালেক (৩৫) ও একই জেলার কবিরহাটের নব গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোমিন উল্ল্যহ (৬০)।


পুলিশ সুপার জানান, ফুলগাজীতে ছিনতাইকারী চক্রটি অভিনব কৌশলে সিএনজি চালিত অটোরিকশায় একজন যাত্রীর জন্য জায়গা ফাঁকা রাখতেন। পরে খালি সিটে যাত্রী উঠিয়ে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট হাতিয়ে নিয়ে যায়। একই চক্রটি বেশ কিছুদিন যাবত নোয়াখালী থেকে এসে ফেনী সদর ও ফুলগাজী এলাকায় এসব কাজ করে। যাত্রী বাছাইয়ের ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় মহিলা ও বয়স্কদের টার্গেট করতো।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নোয়াখালী, চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা ফুলগাজী থানার অফিসার ইনচার্জ আবুল হাসেমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *