২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বক্তারা ফেনীতে দূর্গাপূজায় কোন আঘাত এলে প্রতিহতের ঘোষণা হিন্দু নেতাদের
  • Updated Oct 01 2023
  • / 154 Read

 

নিজস্ব প্রতিনিধি;
আসন্ন শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে কঠিন ও কঠোর নিরাপত্তার দাবী করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। আঘাত এলে প্রতিহতের ঘোষণাও দেন নেতারা।
শনিবার বিকালে শহরের জয়কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বক্তারা এসব দাবী ও সংশয় প্রকাশ করেন।


ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল বনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিমল শীল, রাজিব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সমীর কর, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তপন কর প্রমূখ।
সভাপতির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, পূজা মন্ডপে এবং প্রতিমায় আঘাত আসলে ছেড়ে দেয়া হবে না। চোর ধর্মের কাহিনী শোনে না। মসজিদেও চুরি হয়। অতএব অপরাধীর কোন ধর্মীয় পরিচয় হয় না। অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। নিজেদের প্রতিমা ও মন্ডপ নিজেরাই রক্ষা করতে হবে।


এসময় তিনি আরো বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পূজামন্ডপে যে উপহার দেন তা বিরল। দেশের অন্য কোথাও এমন হয় বলে আমার জানা নেই।
বিশেষ অতিথির বক্তব্যে শুকদেব নাথ তপন বলেন, অপশক্তির সাথে যুদ্ধ করে আমরা টিকে আছি, থাকতে হবে। প্রতিমা পাহারা দেবেন। তিনি বলেন, এখন রাজনীতির টার্নিং সময়। পূজামন্ডপে নিরবিচ্ছিন্ন পাহারা দিতে হবে। কঠিন ও কঠোর নিরাপত্তা দিতে হবে। আমরা নিরাপত্তার গ্যারান্টি চাই। আমাদের নিরাপত্তার জন্যই নিজাম হাজারীকে টিকিয়ে রাখতে হবে।

Tags :

Share News

Copy Link

Comments *