০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই
  • Updated Sep 30 2023
  • / 166 Read

 

স্টাফ রিপোর্টার: 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার সুচিন্তা দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রেখে এবং দেশকে বিশ্বের  উন্নত রাষ্ট্রের মধ্যে সামিল করতে হবে। এর আগে বাংলাদেশে অন্যান্য সরকার থাকাকালীন বর্তমান সরকারের মতো এতো উন্নয়ন হয়নি। শেখ হাসিনা একজন আদর্শ পিতার সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি পরিচ্ছন্ন ব্যক্তি ছিলেন। তেমনি তার কন্যাও দূর্নীতি মুক্ত পরিচ্ছন্ন একজন ব্যক্তি।
গতকাল শুক্রবার বিকেলে ফেনী পৌরসভাস্থ লিবার্টি সুপার মার্কেটে দলীয় অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।  


এ সময় বক্তারা আরও বলেন, বিএনপি জামায়াত দেশ বিদেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই নির্বাচন পর্যন্ত সবাই সতর্ক থাকতে হবে। এবং আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নৌকা বিজয় নিশ্চিত করতে ফেনী-২ আসেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে পুনরায় এমপি পদে নির্বাচিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ পিপির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, এডভোকেট নুর হোসেন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, জেলা কৃষক লীগের  সাধারণ সম্পাদক আশরাফুল আলম গিটার, সদর উপজেলা যুব লীগের সভাপতি নুরুল আবছার আপন, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া , সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 
শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করেন নেতৃবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *