অধিকার’র আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন
- Updated Sep 27 2023
- / 137 Read
শহর প্রতিনিধি;
দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অধিকার ফেনী ইউনিট।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ফ্রি আদিল, ফ্রি এলান’ লেখা স্লোগান সম্বলিত কালো প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের বেকসুর খালাস দেয়ার দাবি জানান।
মৌন এ প্রতিবাদ মানববন্ধন পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীম।
এ সময় উপস্থিত ছিলেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঞা, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, আমার সংবাদের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন, মোহনা টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক শেখ আশিকুন্নবী সজিব, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু ও সংগঠক আমিনুল শাহীন।
এদিকে মৌন এ প্রতিবাদ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, জেলা তাঁতী দলের সভাপতি সরওয়ার জাহান শ্রাবন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ্ উদ্দিন মামুন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল প্রমুখ।
প্রসঙ্গত, ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড হবে।
গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। ২০১৩ সালে দায়ের হওয়া এই মামলার আসামী অধিকারের সম্পাদক আদিলুর এবং সংগঠনটির পরিচালক নাসির। তারা দুই জনই জামিনে ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত