আমিরাবাদে যুবলীগের শান্তি সমাবেশ
- Updated Sep 27 2023
- / 205 Read
সোনাগাজী প্রতিনিধি:
সারা দেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনিতীর প্রতিবাদে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ মঙ্গলবার বিকালে সোনাপুর বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন সাহিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো।
সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.নাছির উদ্দিন বাহার, সহ-সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ও চরচান্দিয়ার ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, ফেনী পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন ছোট জামাল, সাংগঠনিক সম্পাদক আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইমুন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকর, সাবেক যুগ্ম আহবায়ক সাইদ আনোয়ার, ওয়ার্ড আয়ামীলীগের সভাপতি আহসান উল্লাহ মেম্বার, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফামেল, সাধারণ সম্পাদক নুর ইসলাম রিয়াদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহসান মেম্বার।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত