৩১ মার্চ, ২০২৫ || ১৭ চৈত্র, ১৪৩১
শাহরুখের পর এবার আসছে সালমানের নতুন সিনেমা
  • Updated Aug 19 2023
  • / 722 Read

গত ১৯ মে বাংলাদেশে ৪১টি হলে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। ভারতের বক্স অফিসে সুপারডুপার হিট ছবিটি বাংলাদেশে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। এবার আসছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ইতিমধ্যে সিনেমাটির সেন্সরও করিয়েছেন আমদানিকারকেরা। বাংলাদেশে কবে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সালমান খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের ছবি। এটি গত ঈদুল ফিতরের বিশ্বব্যাপী মুক্তি পায়। বাংলাদেশে কেমন প্রত্যাশা ছবিটি নিয়ে, জানতে চাইলে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘এর আগে শাহরুখের ছবি মাল্টিপ্লেক্সগুলোতে সাড়া বেশি ছিল। সালমানের ছবি নিয়ে আরও ভালো প্রত্যাশা আছে। কারণ, বাংলাদেশে সালমানের প্রচুর ভক্ত আছে। তা ছাড়া ছবিটি ভারতে মুক্তির অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশে আনা গেলে আরও ভালো হতো।’  

 

বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় এক বছরে সর্বোচ্চ ১০টি ভারতীয় ছবি মুক্তির অনুমতি দিয়েছিল। আর এই সিদ্ধান্তের পর ওপার বাংলায় ‘পাঠান’ মুক্তি পেয়েছিল। এর আগে সালমানের ‘ওয়ান্টেড’ ছবিটিও বাংলাদেশে মুক্তি পেয়েছিল। ফরহাদ সামজী পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিতে সালমান ছাড়া আছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, পালক তিওয়ারি, রাঘব জুয়ালসহ আরও অনেকে।

গত ২১ এপ্রিল ঈদ উপলক্ষে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি ভারতে মুক্তি পেয়েছিল। তবে এই ছবি সে দেশে সেভাবে সাড়া ফেলতে পারেনি। কোনোক্রমে ছবিটি ১০০ কোটির মতো ব্যবসা করেছিল। এখন দেখা যাক বাংলাদেশে ছবিটি কতটা সাড়া ফেলতে পারে।

Tags :

Share News

Copy Link

Comments *