প্রথম সপ্তাহে ৪০০ কোটি টাকা আয়, যে সব রেকর্ড ভাঙল ‘গদার টু’
- Updated Aug 19 2023
- / 472 Read
২২ বছর আগে হিন্দি ছায়াছবির দুনিয়ায় সাড়া ফেলেছিল ‘গদর: এক প্রেম কথা’ ছবিটি। বলিউডের ইতিহাসে সবচেয়ে হিট ছবিগুলোর মধ্যে একটি অনিল শর্মা পরিচালিত এ প্রেমের ছবিটি। এত বছর পার হয়ে যাওয়ার পরও ছবিটিকে ঘিরে এখনো উন্মাদনা তুঙ্গে। ‘গদর টু’ মুক্তির দিন ঘোষণার পর থেকে এই উন্মাদনা আরও বেড়ে গেছে। তবে ছবিতে গল্পের পাশাপাশি গানেও চমক থাকবে বলে জানালেন পরিচালক।
আজ বুধবার মুম্বাইয়ের এক ক্লাবে ‘গদর টু’ ছবি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনের পাশাপাশি এদিন ‘গদর’ ছবির জনপ্রিয় গান ‘উড় যা কালে’র সাফল্য উদ্যাপন করা হয়েছিল। পরিচালক অনিল শর্মা বলেন, ‘আমার এই ছবির “উড় যা কালে” গানটিকে ঘিরে যে ভালোবাসা পেয়েছি, তা বলে শেষ করতে পারব না। আজ পর্যন্ত এ গানটি সবচেয়ে বেশি ট্রেন্ডিং হয়েছে। আর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ মিলিয়নের বেশি ভিউ আর ৫০ হাজারের বেশি মন্তব্য পেয়েছি গানটির।’
‘গদর’ ছবির দ্বিতীয় পর্ব আনতে এত বছর সময় লাগার প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি সঠিক গল্পের অপেক্ষায় ছিলাম। “গদর” ছবিটা একটা অ্যাটম বোমা। তাই আর একটা অ্যাটম বোমার অপেক্ষা করছিলাম।
সঠিক চিত্রনাট্য আসতে সানি দেওল, আমিশা প্যাটেল আর সবার সম্মতি পেতে বেশি সময় লাগেনি। সানি নিজেও “গদর টু”র অপেক্ষায় ছিল। সানির কণ্ঠে আমি উদিত নারায়ণের গান ছাড়া আর কথা ভাবতে পারেনি। তাই “গদর টু”-তে সানির গলায় উদিতজির গান শোনা যাবে।’
অনিল শর্মা আরও বলেন, ‘এ ছবিকে ঘিরে শুধু দেশে নয়, পাকিস্তানের মানুষের অফুরান ভালোবাসা পেয়েছি। পাকিস্তানের মানুষও সিকুয়েলের অপেক্ষায় আছেন।’
‘উড় যা কালে’ গানটির গায়ক উদিত নারায়ণ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি এ গানটিকে ঘিরে স্মৃতিচারণা করে বলেন, ‘আমাকে একনিশ্বাসে গানটি গাইতে বলা হয়েছিল। আমি বলেছিলাম, এ গানটি যদি আমি সবার মনের মতো গাই, তাহলে এই ছবির সব গান আমাকে দিয়ে গাওয়াতে হবে। সত্যি তাই হয়েছিল। তবে আমার ভিতরের খিদে এখনো মরে যায়নি। আমি আরও এ রকম গান গাইতে চাই।’
‘গদর’ ছবির গানের সংগীত পরিচালক ছিলেন উত্তম সিং। কিন্তু সিকুয়েলের সংগীত পরিচালনা করছেন ‘আশিকি টু’খ্যাত মিথুন। সংবাদ সম্মেলনে মিথুন বলেন, ‘উড় যা কালে’র মতো কালজয়ী গানটির আমি মোটেও পুনর্জন্ম দিইনি। আমি পুনরায় উপস্থাপনা করেছি মাত্র। গানটির আত্মাটাকে ছোঁয়ার চেষ্টা করেছি। আমি এই গানের সুর, এমনকি একটা শব্দ বদলের সাহস দেখাইনি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত