মিসরাইয়ে মাছের খামার থেকে অজগর উদ্ধার
- Updated Oct 28 2023
- / 517 Read
মিরসরাই প্রতিনিধি;
মিরসরাই উপজেলায় মাছের খামারের জালে আটকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১৬ কেজি।
বৃহস্পতিবার সকালে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া বাবুল চৌধুরীর মাছের খামার থেকে বাবুল চৌধুরী সাপটি উদ্ধার করেন। পরে তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বাবুল চৌধুরী নামের এক কৃষক তার মৎস প্রকল্পের জন্য প্লাস্টিকের জাল দিয়ে বেড়া দিয়েছেন। আজ সকালে মৎস প্রকল্প দেখতে গেলে সেখানে থাকা জালে একটি অজগর সাপ দেখতে পান তিনি। পরে বন বিভাগকে খবর দিলে তার সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
মিরসরাই উপকূল রেঞ্জ অফিসার আবদুল গফুর মোল্লা বলেন, সকালে খৈয়াছড়া এলাকায় একটি অজগর আটক করে এলাকাবাসী খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। সাপটি উদ্ধার করে সন্ধ্যায় মীরসরাই মহামায়া ইকোপার্কে অবাসমুক্ত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপকূলীয় রেঞ্জ বিট অফিসার রনী পারভেজ, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ সহ প্রমুখ। অজগর সাপটি ১২ ফুট দৈর্ঘ্যের এবং সাপটির ওজন প্রায় ১৬ কেজি।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত