২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
শ্রীমঙ্গলে ওয়াইপিএসডি’র উদ্যোগে চা-শ্রমিকদের মাঝে চিকিৎসা উপকরণ বিতরণ
  • Updated Jan 21 2024
  • / 447 Read

 

নিজস্ব প্রতিনিধি;

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট(ওয়াইপিএসডি) ও মনিপুরী ইয়ুথ ফোরাম বাংলাদেশের যৌথ সহযোগীতায় এবং এলা প্যাডের অর্থায়নে শ্রীমঙ্গলের মনিপুরী গ্রামে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের মাঝে প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

রবিবার(২১ জানুয়ারি) চিকিৎসা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মনিপুরী ইয়ুথ ফোরাম, বাংলাদেশের সভাপতি হিজাম সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বিশেষ অতিথি হিসেবে শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রাসাদ বর্ধন, দি নিউ লাইফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: নাজেম আল কোরেশি রাফাত, ওয়াইপিএসডি’র হেড অব পলিসি এন্ড ডেভেলপমেন্ট আবদুল্লাহ আল জাফরী, ওয়াইপিএসডি’র প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজ, বিওয়াইএফ’র সভাপতি আহনাফ আতিফ, মনিপুরী কমিউনিটি নেতা ভুবন সিংহ, মনিপরী ইয়ুথ ফোরাম বাংলাদেশ’র সেক্রেটারি দ্বিজেন্দ্র সিংহ, ওয়াইপিএসডি’র উপদেষ্টা শরফুল আম্বিয়া মুত্তাকি।

 

অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা পদ্ধতি নিয়ে মুল আলোচনা করেন দি নিউ লাইফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: নাজেম আল কোরেশি রাফাত।

অনুষ্ঠান শেষে প্রায় ৫০জন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও চা-শ্রমিকের মাঝে প্রাথমিক চিকিৎসা উপকরণ ও স্বাস্থ্য সম্মত পুণরায় ব্যাবহারযোগ্য প্যাড বিতরণ করা হয়।

Tags :

Share News

Copy Link

Comments *