৪৭টি পূজামণ্ডপে অনুদান দিলেন শিরীন আখতার এম.পি
- Updated Oct 17 2023
- / 484 Read
ছাগলনাইয়া প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় অনুষ্ঠান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ফেনী-১ আসনের (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) ৪৭টি পূজামণ্ডপে জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপির ব্যক্তিগত তহবিল থেকে দুই লাখ পঁঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
১৬ অক্টোবর বিকেলে এমপির গ্রামের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে ফুলগাজী উপজেলা হিন্দু, খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শাহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, ছাগলনাইয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালীপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃত্তি লাল দেবনাথ, ফুলগাজী উপজেলার সভাপতি বিপ্লব বৈদ্য, সাধারণ সম্পাদক সঞ্জয় মজুমদার, পরশুরাম উপজেলার অন্ত পাল, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র পাল। এসময় বক্তব্য রাখেন বাবু সুব্রত চৌধুরী, দিলিপ বণিক,ছিমন্ত বিশ্বাস প্রমুখ সহ তিনটি উপজেলার পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
ফেনী-১ আসনের তিনটি উপজেলার ৪৭ টি পূজা মন্ডপে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি। বক্তব্যে প্রধান অতিথি সকল মুসলিম ভাইদের নিকট অনুরোধ জানান দুর্গাপূজা চলাকালীন সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তিনি আরো বলেন আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, সবাই একতায় থেকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত